আশায় বসতি -কবি প্রদীপ সরকার‘এর কবিতা

0
728
Prodip Sarker

আশায় বসতি

কবি প্রদীপ সরকার

এখনও আশা ছাড়েনি মানুষ
স্বাভাবিক হবে জীবন।
করোনা মুক্ত হবে পৃথিবী
স্থবির জীবন হবে আঁধার মুক্ত
মুক্তি পাবে অর্থনীতি আশাবাদী মানুষ।

আশায় বসতি গেড়েছি আমরা
তবুও প্রকৃতি শোধ নেয়।
মানবতার যুদ্ধ চলে অবিরত
এ যুদ্ধে জয়ী হবো আমরা
করোনা মানেনি ধর্ম, গোষ্ঠী, শ্রেণি, রাজনীতি
অন্যেরা আনে ভেদাভেদ
মানবতায় পড়ে ছেদন, হয় বিপন্ন
সবার উপরে মানুষ সত্য
চন্ডীদাস ভুলে যায় মানুষ
সারা গিলবার্ট করোনা মারতে বানায় ব্রহ্মাস্ত্র
বিজয়ের মুখোমুখি হবো আমরা
শত্রু নাশিতে খুব শীঘ্রই।
করোনা শিখিয়ে দিলো মানবতা
আর নয় মিসাইল, পরমাণু বোমা
মানুষ মানুষের জন্য অপরাধ কর ক্ষমা।
হৃদয়ে জাগাও আলো
এক জীবনে কত আর লাগে
যার নাই, তাকেও দাও কিছু
বেঁচে যাক মানুষ, বেঁচে যাক পৃথিবী
শান্তিতে ভরে যাক হৃদয় সবার
প্রকৃতি আর মানুষ,
বড় আর ছোটর সমন্বয় হোক একসাথে।
আর সবাই বলি আমরা এই পৃথিবী নামক
গ্রহে ছিলাম, আছি এবং থাকবো।

প্র স ০২০৫২০২০।

Advertisement
উৎসProdip Sarker
পূর্ববর্তী নিবন্ধনাটোর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমনা
পরবর্তী নিবন্ধকরোনা পরিস্থিতি ও আগামীর সাংবাদিকতা -আনিসুর রহমান এরশাদ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে