আষাঢ়ে বৃষ্টি
কবি শিরিন আফরোজ
আষাঢ়ারের মধুর বাদল দিনে
চলে মেঘের লুকোচুরি ও ছুটোছুটি
ঝরিবে অঝোর ধারায় বৃষ্টি রিমঝিম
দেখিবে আখি দুটি।
যন্ত্রণা ও অস্থিরতার ভয়াবহতায়
রুগ্ন মনের আয়না
আষাঢ়ের অঝোর ধারায় চোখ রেখে
মন ছুঁয়ে যাক আনন্দের ঝর্ণা।
সবুজ বাংলায় বছর ঘুরে আসলো
আবার আষাঢ়
আষাঢ়ের ফুলের মিষ্টি গন্ধ ও ঘ্রাণে
স্নিগ্ধতা পাবে চারপাশ।
বৃষ্টির ফোঁটা হইতে সৃষ্ট ছন্দ
অনুভবে লাগে মিষ্টি
নীল আকাশে মেঘের লুকোচুরি
বিধাতার অপুর্ব সৃষ্টি।
Advertisement