আষাঢ়ে বৃষ্টি -কবি শিরিন আফরোজ‘এর কবিতা

0
315
Shirin Afroz

আষাঢ়ে বৃষ্টি

কবি শিরিন আফরোজ

আষাঢ়ারের মধুর বাদল দিনে
চলে মেঘের লুকোচুরি ও ছুটোছুটি
ঝরিবে অঝোর ধারায় বৃষ্টি রিমঝিম
দেখিবে আখি দুটি।

যন্ত্রণা ও অস্থিরতার ভয়াবহতায়
রুগ্ন মনের আয়না
আষাঢ়ের অঝোর ধারায় চোখ রেখে
মন ছুঁয়ে যাক আনন্দের ঝর্ণা।

সবুজ বাংলায় বছর ঘুরে আসলো
আবার আষাঢ়
আষাঢ়ের ফুলের মিষ্টি গন্ধ ও ঘ্রাণে
স্নিগ্ধতা পাবে চারপাশ।

বৃষ্টির ফোঁটা হইতে সৃষ্ট ছন্দ
অনুভবে লাগে মিষ্টি
নীল আকাশে মেঘের লুকোচুরি
বিধাতার অপুর্ব সৃষ্টি।

Advertisement
উৎসShirin Afroz
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে কৃষককে শ্বাসরোধ করে হত্যা
পরবর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে ১১ বছরের শিশুকে ধর্ষনচেষ্টা, আটক ১

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে