প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিন পালিত নাটোর আইটি ইন্সটিটিউটের আয়োজনে

0
561

নাটোর কন্ঠ : নাটোর আইটি ইন্সটিটিউটের আয়োজনে, নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী, গণতন্ত্রের মানসকন্যা, বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন। ২৮শে সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার কনফারেন্স রুমে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নাটোর আইটি ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মো. জুয়েল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, সদর সার্কেল, নাটোর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ কামাল আইটি সেন্টারের ইনচার্জ শরিফুল ইসলাম, নাটোর আইটি ইন্সটিটিউটের প্রশিক্ষক শাকিলা ইয়াসমিন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম. মনজের রহমান, সহকারি প্রশিক্ষক মেহবার হোসেনসহ ইন্সটিটিউটের শিক্ষার্থী ও উই এ্যাবল প্রজেক্টের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা।

নাটোর আইটি ইন্সটিটিউটের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম. মনজের রহমান বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের রূপকার, গণতন্ত্রের নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ম শেখ হাসিনার আজ জন্মদিন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান। শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি দক্ষিণ এশিয়াসহ বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি হিসেবে নিজেকে আবির্ভূত করেছেন।’

প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন বলেন, ‘বঙ্গবন্ধুর মতো তাঁর চরিত্রে মানুষের প্রতি বিশ্বাস-ভালোবাসা, সততা, দক্ষতা, ধৈর্য ও ক্ষমতাশীলতার বিশেষ গুণ বিদ্যমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম হয়েছিলো বলেই আজকে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছে। বাংলাদেশের মহান স্থপতির রক্তে জননেত্রী শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ আজকে নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হতে পরতো না। বিশ্ব উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত পেত না।’

নাটোর আইটি ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মো. জুয়েল রানা বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিলো গণতন্ত্রের মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কয়েকবার স্বাক্ষাত করা সহ তাঁর হাত থেকে জাতীয় পুরষ্কার “বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ করজারভেশন-২০১৪” গ্রহন করার সুযোগ হয়েছিলো। জননেত্রী শেখ হাসিনার মধ্যে সহজ-সরল মহত্ত্ব রয়েছে, যা সকলের শ্রদ্ধা এবং ভালোবাসা আকর্ষণ করে। নানা ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে জাগ্রত তিনি। সমগ্র জাতিকে নিস্ক্রিয়তা, নির্জীবতা, বিমূঢ়তা থেকে মুক্ত করার জন্য দীর্ঘ লড়াই অব্যাহত রেখেছেন। সংগঠক হিসেবে নিজ দলকে এবং দেশকে করে তুলেছেন গতিশীল। তিনি বাঙালীর প্রতীক এবং পুরো দেশের প্রতিনিধি।

বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। দেশের উন্নয়ন আর অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য প্রয়োজন জননেত্রী শেখ হাসিনাকে। তিনি ভালো থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে, দেশের উন্নয়নের চাকা ঘুরতে থাকবে। দেশবাসীর কাছে একটাই চাওয়া বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন যেন সব বিপদ, আপদ ও ষড়যন্ত্র মোকাবিলা করে জাতির পিতার সোনার বাংলা গড়তে পারেন এবং হেফাজতে রাখেন। কারণ আজকের বাস্তবতায় শেখ হাসিনা বাংলাদেশের জন্য অপরিহার্য। তিনি গণতন্ত্র, স্বাধীনতা, লাল সবুজের পতাকা, সার্বভৌমত্ব ও বাঙালি জাতির রক্ষক।’

অনুষ্ঠানে সঞ্চালনা করে প্রাণবন্ত করেন নাটোর আইটি ইন্সটিটিউটের কৃতি শিক্ষার্থী অমৃতা সরকার। তার সঞ্চালনার শুরুতেই তিনি তুলে ধরেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জীবনী ও সফলতার গল্প। ১৯৪৭ সালের ২৮শে সেপ্টেম্বর এক মহিয়সী নারীর জন্ম হয়। যার মাতৃ সুলভ নেতৃত্বে আওয়ামী লীগ শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে আছে। তিনি আর কেউ না আমাদের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবিএনপি জনগণ দ্বারা প্রতাখ্যাতঃ এমপি বকুল
পরবর্তী নিবন্ধসিংড়ায় মেয়র প্রার্থী অধ্যক্ষ রকির সাথে সাংবাদিকদের মতবিনিময়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে