ঈদের আগের দিন করোনায় সর্বোচ্চ মৃত্যু ২৮ জন, শনাক্ত ১৫৩২

0
645
Corona-Pic

নাটোরকন্ঠ ডেস্ক
বাংলাদেশে কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমিত হয়ে একদিনে মৃত্যুর সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ঈদের আগের দিন দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮০ জনে। একই সময়ে নতুন করে আরও এক হাজার ৫৩২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ৩৩ হাজার ৬১০ জনে।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও নয় হাজার ১৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে দেশের ৪৭টি ল্যাবে পরীক্ষা করা হয় আট হাজার ৯০৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৪৩ হাজার ৫৮৩টি।

ডা. নাসিমা বলেন, নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৫৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৬১০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২৮ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৮০ জনে।

সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন। সব মিলয়ে এ পর্যন্ত মোট ৬ হাজার ৯০১ জন সুস্থ হয়ে উঠলেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকবি আলেয়া আরমিন আলো‘এর একগুচ্ছ কবিতা
পরবর্তী নিবন্ধসিংড়ায় ঈদের খুশি বিলিয়ে দিতে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে