উচিতের ভাত নেই
কবি মুতাকাব্বির মাসুদ
সব কাথাইতো বলে দিলা
এভাবে তো বলতে নেই
তুমি একাই ধরা খাইবা
তোমার সাথে কেউ নেই
দিনদুপুরে পুকুরচুরি
এসব হিস্ট্রি গাইতে নেই
যা দেখেছো না দেখিয়া
কানার মতো চলতে হয়
এসব কথা বলতে গেলে
বিপদ কিন্তু সাথে রয়
বুঝছো?
কথার আছে হাজার বাণী
যদি কথা কইতাম জানি
বোবার কিন্তু শত্রু নেই
ধন গেলো জন গেলো
এ করোনায় সব নিলো
আপন-পর চিনিয়ে দিলো
আল্লাহ ছাড়া উপায় নেই
কত বেটা আইলো গেলো
টাকা নিয়া উড়াল দিলো
এঁদের কিন্তু বিচার নেই
হুঁশ রাইখা কথা বলো
নইলে তোমার উপায় নেই
এসব কথা বলতে নেই
বুঝছো?
ঘর নেই দোর নেই
স্বাস্থ্যসেবার বালাই নেই
টাকা নেই পয়সা নেই
মরণের গেরান্টি নেই
এসব কথা বলতে নেই
অর্থ পাচার নারী পাচার
তাঁদের কিন্তু শরম নেই
‘মইরা’ গেলে ‘বাঁইচা’ গেছো
এসব ‘ভাইবা’ লাভ নেই
লাশ দাফনের কাফন নেই
মাটি দেয়ার জায়গা নেই
পেটে কারোর ভাত নেই
এসব কথা বলতে নেই
বুঝছো?
ব্যাংক আছে টাকা নেই
শিক্ষিত্ চোরের অভাব নেই
এঁদের কিন্তু খুঁটির জোর
তোমার আমার ভাবনায় নেই
সরকার আছে বিপদে
নেতার কিন্তু চিন্তা নেই
লোম বাছলে কম্বল নেই
সেই কম্বলের হিসেব নেই
পিতা কিন্তু বলে ছিলেন
চাটার দলের অভাব নেই
আমরা কিন্তু বুঝি নাই
চাটায় কিন্তু সব খায়
আগা খায় গোড়া খায়
গরীবের হক খায়
মনে রাইখো –
যাইবার কিন্তু জায়গা নেই
এসব কথা বলতে নেই
বুঝছো ?
এবার কিছু ‘ভাইবা’ বলো
হুজুর বাবার চরণ ধরো
জিন্দাবাদের সময় আসলে
তউবা করার সময় নেই
মুর্দাবাদের স্লোগান ওঠবে
তোমার আমার উপায় নেই
নির্দলীয় নিরপেক্ষ
এসব কথার মানে নেই
সত্যবাদী যুধিষ্ঠিরের
এ দেশেতে জায়গা নেই
ক্যাডার ধর্ষক সবই থাকবে
কষ্ট-সুখের উন্নয়ন
এক লহমায় গিলে খাবে
এঁদের কিন্তু বিচার নেই
এসব কথা বলতে নেই
বুঝছো ?
দেশ আছে আইন নেই
সোনার বাংলা খাতায় আছে
আমার কিন্তু সোনা নেই
ঐ শালাদের সবই আছে
পাবলিক শালার কিছুই নেই
এসব কথা বলতে নেই
স্বাধীন দেশের লাল গালিচায়
বেঈমানগুলো হাত বাড়ায়
সময়মতো সুযোগ পেলে
মানচিত্রটাও খাবলে খায়
আমরা শালার দর্শক এখন
বঙ্গবন্ধু কোথায় পাই ?
আগের মতো নেতা নেই
এসব কথা বলতে নেই
বুঝছো ?
কথা তুমি যতোই বলো
এসব বলে লাভ নেই
সুযোগ পেলে তুমি- আমি
বিষ্ঠাতেও মুখ দেই
রাগ করো আর যা-ই করো
চরিত্রের বালাই নেই
তুমি ভালো আমি ভালো
ভালোর কিন্তু জায়গা নেই
সাধুর চেয়ে শয়তান বড়
জ্ঞানীর চেয়ে মূর্খ বড়
শ্রদ্ধা করার জায়গা নেই
এসব কথা বলতে নেই
বুঝছো?
চশমা পড়া নেতা দেখো
টাই কোট পড়া মানুষ দেখো
কথা বলার সময় নেই
বড় বড় দালান দেখো
কুষ্ঠরোগের সাইনবোর্ড দেখো
মানুষ মারার ক্লিনিক দেখো
ওরা কিন্তু ঠিকই বাঁচে
ওদের জন্য বিদেশ আছে
জনগণের কিছুই নেই
এসব কথা বলতে নেই
আরো আছে অনেক কথা
উচিত কথার ভাত নেই
এসব কথা বলতে নেই
বুঝছো?
১৩-০৭-২০২০