এই হৃদয় বিক্রয় হইবে
আসাদজামান
জোর করে কাউকে সম্পর্ক সাধিনা
অহেতুক কারো সাথে ফাও জোট বাঁধিনা
দেখতে রূপালি হলে সবকিছু চাঁদি না
চোখে জল নেই বলে আমি কি কাঁদিনা!
ঘৃণা করি বলে কি আমি ভালোবাসি না?
ভুল করে এই আমি কারো দাসী বাঁদি না
কাতরালেই সব্বাই জরুরী রোগী না
অহেতুক টেনশনে আমি কিন্তু ভুগিনা।
পোড়ানো ইট মানে, ওকি আর মাটি না!
মোসাহেবি করে আমি কারো পা চাটি না
হাওয়া পেয়ে কারো আমি কখনো ফাটিনা
অন্যের দেয়ালে পোস্টারও সাঁটি না।
এত কম কলাতে কখনোই কাঁধি না
ডাটা শাক মুলা ওসব কি আঁটি না?
ধড়ফড় বুক মানে সবটাই আধি না
চোখে জল নেই বলে আমি কি কাঁদি না?
২৭.১০.২০২০
Advertisement