একটাই শোক -কবি আসাদ জামান‘এর কবিতা

0
342
Md Asaduzzaman

একটাই শোক

কবি আসাদ জামান

একটাই ফল আর একটাই ফুল
একটাই নদী তার দু’দুটো কূল
একটা হৃদয়ে থাকে কতশত চোখ
হাজারো দুঃখ ব্যাথা একটাই শোক।

এক চাঁদ জোছনা এক হাতে তূর্য
সারাটা আকাশ জুড়ে একটাই সূর্য
দিন শেষে যতবারই অস্তমিত হোক
সীমিত আয়ুষ্কাল বরাদ্দ থোক।

মৃত্যুই সত্য আর সব মিথ্যা
তাই নিয়ে ঘাঁটাঘাঁটি ইতিহাসবেত্তা
সারসত্য এই, খুঁজলে
পুরোনো নথি কেউই বেঁচে নেই—

একটাই পৃথিবী,একটাই চাওয়া
একনিশ্বাসে তার যতটুকু পাওয়া
সব ভুলে একদিন থেমে যাবে শোক
চাই চাই তবুও সত্যের জয় হোক।

১৫.০৯.২০২০

Advertisement
উৎসMd Asaduzzaman
পূর্ববর্তী নিবন্ধকবি নাসিমা হক মুক্তা‘এর একগুচ্ছ কবিতা
পরবর্তী নিবন্ধবৃত্তবন্দী জীবন -কবি পলি শাহিনা‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে