একদিন আলো ঠিক আসবে
কামাল খাঁ
মিন মিন করে কথা বলছো
সায় নেই তবু মিলে চলছো
দিনরাত একা একা জ্বলছো
মোম হয়ে ভেতরেই গলছো।
তুমি চাও বিবেকের মুক্তি
আছে বহু তোমারও যুক্তি
বুকে রাখো প্রকাশিত উক্তি
তারসাথে গোপনীয় চুক্তি।
তুমি রোজ একা হয়ে যাচ্ছো
ভাবনায় সেটা টের পাচ্ছো
নিরিবিলি দানাপানি খাচ্ছো
নিঃশ্বাস নিয়ে শুধু বাঁচছো!
একদিন আলো এসে হাসবে
মানুষের মুখগুলো ভাসবে
চারিপাশে আঁধারকে নাশবে
একদিন আলো ঠিক আসবে!
Advertisement