একদিন ঠিক বেরিয়ে পড়ব । ফিরব না আর – সমরজিৎ সিংহ
একদিন ঠিক বেরিয়ে পড়বো। ফিরব না আর।
বেরিয়ে কোথায় যাব ? পথে পথে খই,
পয়সা ছড়ানো । তার মানে, অগ্রপথিকের পথে
যেতে হবে ? তার মানে, এই পথ সন্ন্যাসীর নয় ।
সন্ন্যাসী হব না কোনোদিন । বরং খোল বাজিয়ে
মাথা ন্যাড়া করে খুঁজে বেড়ায় নিজেকে
আর তৃণ হতে নিচু হয়ে যারা চলেছে সুদূরে,
তাদের খোলের ধ্বনি বুকে নিতে চাই ।
তাও নয় । আমি চাই বিসমিল্লা খান
সন্ধ্যার সানাই বাজাবেন, তার সুরে মুগ্ধ হয়ে
ছায়াপথ ছেড়ে নাচতে আসুক কৃত্তিকা, লুব্ধক ।
পথে পথে এসব নির্জন দৃশ্য দেখে যাব আমি ।
এপর্যন্ত ঠিক ছিল । মুশকিল হল,
একটা আশ্চর্য গন্ধ আমার শরীরে থেকে যাবে,
যার থেকে পরিত্রাণ নেই,
সে গন্ধ ক্ষুধার, শিশুর কান্নার, এক বিধবার..
না, থাক । কীভাবে যাব এইসব গন্ধ গায়ে মেখে ?
Advertisement