একবার মানুষ হই
শেখ রিপন
একবার বাঁচার প্রত্যাশা
শুধুই একবার…
অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত মাখলুকের
শুধু একটাই আরাধনা..
এ যাত্রায় যেন ভেলাই ভেঁসে কিনারাই পৌছাই।
আহ! যদি এমন হতো…
সকলে একবার মানুষ হবার তরে
যদি সকল সুখ সকলের তরে
উড়িয়ে দিতো মেঘের ডানাই
মুক্ত হতো আকাশ
দূষিত হতো না বাতাসের ঘ্রাণ
হলুদে বির্বণ হতোনা সবুজার্ভ প্রকৃতি
লজ্জায় গাঁ ঢাকা দিতোনা বন্যপ্রাণী
নদীর জল হতোনা কলঙ্কীনি।
চলো!
“শুধুই একবার সবাই মানুষ হই
মানুষের করি মহাময় “
Advertisement