এক টুকরো স্বপ্নের রাস্তা জুড়ে -কবি নাসিমা হক মুক্তা‘এর কবিতা

0
425
Nasima Akter Mukta Mukta

এক টুকরো স্বপ্নের রাস্তা জুড়ে

কবি নাসিমা হক মুক্তা

কিছু মোহ কড়া নেড়ে উছলে ওঠে মায়াদীঘি
ঘুমিয়ে থাকা চন্দ্রশেখর বুনো শিকারীর মতো
নদীর পাড় ভাঙ্গা শব্দে
জেগে ওঠে চরের গোল মাঠে
কিছু মুহূর্তে ঢেউগুলো তার উচ্ছ্বাসে মেতে
হাঁটু গেড়ে বসা কোমল মাটির ফুলে
উদ্যত বায়ুর চাপে
খুলে যায় – নারীর মুখ
সেই মুখে পুঁতে রাখা বয়সের ধুলো
কড়ির বহরের বিনিময় বশে কামিনী হাসে
ভিন্ন ঘাটের জলের স্বাদ নিয়ে…
এক টুকরো স্বপ্নের রাস্তা জুড়ে
এতো বড় লম্বা সাঁকো পার হতে হবে
তা অথৈর সৃষ্টি জানে
এ শুধু পৃথিবী অতনু জুড়ে বিরাজমান
প্রবিষ্ট প্রেমের ছলনা…
সে তৃপ্ত নয়, সে এক ঘামের ঘোরে
নিরামিষ বলে মস্কারার চলে
খল বেদেনীর মতোন মোমে ডুবে যায়
নারী ও শিল্প
এ এক যোজন যোজন ভেস্তে যাওয়ার সরুনল।।

Advertisement
উৎসNasima Akter Mukta Mukta
পূর্ববর্তী নিবন্ধনাটোরে আজ শুক্রবার আরো ৩ জন করোনা আক্রান্ত, আক্রান্তরা গ্রামীনফোন কর্মী
পরবর্তী নিবন্ধনাটোরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে পৌর মেয়র

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে