এক টুকরো স্বপ্নের রাস্তা জুড়ে
কবি নাসিমা হক মুক্তা
কিছু মোহ কড়া নেড়ে উছলে ওঠে মায়াদীঘি
ঘুমিয়ে থাকা চন্দ্রশেখর বুনো শিকারীর মতো
নদীর পাড় ভাঙ্গা শব্দে
জেগে ওঠে চরের গোল মাঠে
কিছু মুহূর্তে ঢেউগুলো তার উচ্ছ্বাসে মেতে
হাঁটু গেড়ে বসা কোমল মাটির ফুলে
উদ্যত বায়ুর চাপে
খুলে যায় – নারীর মুখ
সেই মুখে পুঁতে রাখা বয়সের ধুলো
কড়ির বহরের বিনিময় বশে কামিনী হাসে
ভিন্ন ঘাটের জলের স্বাদ নিয়ে…
এক টুকরো স্বপ্নের রাস্তা জুড়ে
এতো বড় লম্বা সাঁকো পার হতে হবে
তা অথৈর সৃষ্টি জানে
এ শুধু পৃথিবী অতনু জুড়ে বিরাজমান
প্রবিষ্ট প্রেমের ছলনা…
সে তৃপ্ত নয়, সে এক ঘামের ঘোরে
নিরামিষ বলে মস্কারার চলে
খল বেদেনীর মতোন মোমে ডুবে যায়
নারী ও শিল্প
এ এক যোজন যোজন ভেস্তে যাওয়ার সরুনল।।
Advertisement