নাসিম উদ্দীন নাসিম, ছবিতে লুঙ্গি,গেঞ্জি এবং ঘাড়ে গামছা নিয়ে যে মানুষটাকে দেখছেন তিনি হলেন,নাটোরের সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক ভাই। চলনবিলের এক কৃষক পরিবারের জন্ম নেয়া একজন প্রকৃত পেশাদার কৃষক।। আজ রাজনীতিবিদদের লোক দেখানো ধানকাটা নিয়ে যখন সবাই সমলোচনায় মুখর। ঠিক তখন একজন প্রকৃত কৃষক হিসেবে মাথা উঁচু করে বছরের পর বছর কৃষিকাজ করে জীবীকা নির্বাহ করছেন শফিকুল ইসলাম ভিপি শফিক ভাই । এতোদিন খালি এলাকাবাসীর মুখেই শুনতাম। আজ দেখলাম তিনি কৃষিকাজ করছেন ।অনুষ্টান শেষে ফেরার পথে দেখলাম শফিক ভাই ধান মেলে শুকানোর কাজ করছে।। দূর থেকেই দেখেই অবাক হলাম। তাই চুপিসারে ছবি তুললাম।। পরে এলাকাবাসীর সাথে কথা বললাম, তারা জানালো শফিক ভাইয়ের কৃষিকাজ নতুন কিছু নয়। তিনি যখন সিংড়া গোল ই আফরোজ কলেজ ছাত্র সংসদের ভিপি তখন থেকেই ধান লাগানো, পানি ও সার দেয়া থেকে শুরু করে কাটা,শুকানো সব কাজই নিজ হাতে করেন। পর পর দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়েছেন তবুও কৃষিকাজ বাদ দেননি। এখনো ইরি বোরো মৌসুম আসলেই তাকে এভাবেই কাজ করতে দেখা যায়। স্থানীয় একজন শিক্ষক জানালেন,শফিক ভাইয়ের চৌদ্দ পুরুষের পেশা কৃষি। তার সম্পদ বলতে আছে, বসতবাড়ি আর দুইবিঘা কৃষিজমি। জমিতে প্রাপ্ত ধানের চাল আর উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রাপ্ত ভাতা দিয়েই সারা বছর জীবিকা নির্বাহ করেন তিনি। এখনো এমন রাজনীতিবিদ আছে তাই দূর থেকে ভাইকে স্যালুট জানিয়ে বিদায় নিলাম।।
এমপি মন্ত্রীদের লোক দেখানো ধানকাটা এবং একজন কৃষক উপজেলা চেয়ারম্যানের কথা
Advertisement