কবিতা ও দোয়েল পাখি – জুনান নাশিত এর কবিতা

0
293
Janun

কবিতা ও দোয়েল পাখি
জুনান নাশিত

কবিতার আনন্দিত গল্পে
নাক গলানোর স্বভাব গেলো না দোয়েল পাখির

বর্ষাতি হারানো কোন এক ভোরে ভেসে আসে
কত্থক নৃত্যের তাল
তখনই পাখিটি উড়াল খোঁজে
হাতের তালুতে নাচে শব্দহীন মুমূর্ষু পাথার

ঘন রাতে দূরের আকাশ আরো খইফোটা হলে
বর্ণগুলো ছইভাঙা প্রলাপের মতো
অযথাই চোখের দুপাশ ঘিরে থাকে
পাখিটাও শুন্যে কাঁদে
নি:স্ব দিন কেবলই নি:স্বতর

একদিন পাখিটি ফুড়ৎ !
কবিতার গল্পে তখন ক্রমেই রক্তনালা
ক্ষোভ আর জিঘাংসার হাড়-মজ্জা খুঁড়ে
কবিতাও ডুবতে থাকে…

পৃথিবীও প্রলাপে বিলীন হলে
পাখিটির গল্প চোখ সুরধ্বনি খোঁজে
বৃষ্টি নামে
বর্ষাতি হারানো ভোর পায়ে পায়ে কাছে আসে
রক্তাক্ত শিশিরে পোড়ে নিদ্রাহীন কঠিন সন্তাপ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসাহসী ও উদ্যমী নেতাদের নিয়ে গণতান্ত্রিক উপায়ে বিএনপির নতুন কমিটি হবে: দুলু
পরবর্তী নিবন্ধলহুবন – জাহিদ জগৎ এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে