মাতাল রাতের পঙ্ক্তিমালা
দেহের লোভে উথরে ওঠে
মাল্টিকালার মন
মিটে গেলে দেহের জ্বালা
কী আর প্রয়োজন।
২.
চাইলে তুমি হতে পারি
আগের মত দুষ্ট
আমায় পেলে তখন তুমি
কেমন ছিলে তুষ্ট।
৩.
তুই যদি দেহ দিস
আমি দেব দেহ
দুটি মন এক হবে
জানবে না কেহ।
৪.
রাত নেমে এলে তুই
শিস দিস ঠোঁটে
আমাদের সুখ দেখে
তারা হেসে ওঠে।
৫.
দুজনারে আমরা দুজনে করি
আছে সম অধিকার
পুরুষ যদি উপরে ওঠে
নারীও একবার।
৬.
তোমার দেওহ আগুন জ্বলে
আমার দেহেও তাই
দুজন মিলে এক নিমিশে
আগুনকে নেভাই।
৭.
তোমার বুকেও ঝড় বয়ে যায়
আমার বুকেও ঝড়
তাই এসেছি তোমার কাছে
আপন করে পর।
৮.
সময়ে বললেনা ভালোবাসি
অসময়ে হলুদ পাতার দীর্ঘশ্বাস
চোখের জলে নদী বহমান।
৯.
তুমিও থাকো ব্যস্ত ভীষণ
আমিও থাকি ব্যস্ত
মানুষ তৈরির দ্বায়িত্বটা
দুজনাতে ন্যস্ত।
Advertisement