সুখস্বপ্ন
আলেয়া আরমিন আলো
জীবনবোধের জটিল কিংবা
সরল সমীকরণে
প্রতিদিন নতুন করে পৃথিবীকে জানি
মুখোশের অন্তরালে মুখগুলোকেও
একটু একটু করে চেনার চেষ্টায়
নতুন করেই বাঁচতে শিখি,
দীর্ঘ রাতের আঁধার মাড়িয়ে
নতুন ভোরে নতুন করে
যেমনি সূর্যের পূনর্জন্ম হয়,
তেমনি দীর্ঘ রাতের ছেঁড়া ছেঁড়া দুঃস্বপ্নের
তাড়া খেয়ে আমিও রোজ সকালে
নতুন করেই ভূমিষ্ট হই এই অদিতি পরে।
ঘুমহীন তন্দ্রাঘোরে নিশিযাপনের
সব ক্লান্তিত্ব ধুয়ে ফেলি
ভোরের নরম সোনা ঝরা রোদ্দুরে,
দু’চোখে মোহমায়ার সুরমা এঁকে
নয়নমণিতে সাজাই সুখস্বপ্ন।
জীবনবোধের উপলব্ধি থেকেই জেনেছি
স্বপ্নই জীবনের ভিত্তি
স্বপ্ন আছে তাই জীবনে রঙ আছে
আছে আবেগ অনুভূতি, ও প্রেমপ্রীতি।
৯-৯-২০২০
মুক্তো মালা
আলেয়া আরমিন আলো
অলস দুপুরে ঝলমলে রোদ্দুরে
দোয়েলের শিশ আর ঘুঘুর ডাকে
সহসাই ফেলে আসা দিনগুলো
ছায়া ফেলে নিষ্প্রভ দু’টো চোখে।
কল্পনার সমুদ্রে ডুবি আর ভাসি
অতীতের বুকে শুধুি সাঁতার কাটি
স্মৃতির ঝিনুক সেঁচে মুক্তো কুড়িয়ে
অবচেতনই কবিতার মালা গাঁথি।
৫-৯-২০২০
স্বপ্নমগ্ন কুঁড়ি
আলেয়া আরমিন আলো
চলার পথের বাঁকে
লতানো গুল্মলতায়
কিংবা তরুশাখে,
সবুজ খোলস ছিঁড়ে
অর্ধ মঞ্জুরিত কুঁড়ি
পুষ্প পূর্ণতা আশে
ব্যাকুলতায় স্বপ্ন বুনে
অস্ফুট আঁখি নীড়ে।
অবুঝ কুসুম হৃদয়
বোঝেও বোঝে না
ফুলের স্থায়িত্ব যে
শুধুই ক্ষণিকের তরে,
প্রখর সূর্য তাপে
কিংবা হাওয়ার তোড়ে
খুব সহজেই যায়
ফুলের জীবন ফুরিয়ে।
৫-৯-২০২০
একদিন তাপদাহ শেষে
আলেয়া আরমিন আলো
একদিন তাপাদাহ শেষে
ঝুমবৃষ্টি নামবে
হলদে আভায় কদমের ডালে ডালে
জানান দেবে বর্ষা বার্তা,
নদীর কূল উপচে প্লাবিত হবে
খালবিল,ফসলের মাঠ, লোকালয়।
দিনমান রিমঝিম ধারায়
তৃষ্ণার্ত মৃত্তিকার বুক সিক্ত হবে,
বাতাসেও মিশবে ভেজা মাটির
তৃপ্তিময় নিঃশ্বাসের সোঁদা!
সব জরাজীর্ণতা ধুয়ে যাবে।
জোয়ারের পলিতে উর্বর হবে
শোকে মূর্ত খরাভূমি
নরম মাটির বুক ফেঁটে
দু’মাথায় উঁকি দিয়ে
সবুজের অস্তিত্বে জানান দিবে
নতুন কুঁড়ি,
শ্যামল প্রাণের ছোঁয়ায়
নতুন করে সাজবে বিদীর্ণ বসুধা,
বর্ণিল রঙে হাসবে
সদ্য মুকুলিত ফুলকুঁড়ির সজীবতা।
৫-৯-২০২০
বিবর্ণ গোধূলি
আলেয়া আরমিন আলো
কোন কোন দিন সাঁঝ আকাশটা
অস্তরাগ সিঁতিতে এতটুকুও
আবির ছড়ায় না,
মনমরা উদাসীনতায়
বড্ড বেশিই গোমড়ামুখো হয়,
যেন হৃদয় পোড়ানো ধূপ ধোঁয়ায়
রঙহীন বিবর্ণতার আঁচলে
অস্তগামী সূর্যটাও মুখ লুকায়
বিমূর্ত বিষণ্নতায়।