হেমন্তের পালকিতে শীতবার্তা
আলেয়া আরমিন আলো
খুব সকালে ঘুম ভেঙে
জানালার পর্দা সরাতেই চোখে পড়লো
সারারাতের বৃষ্টি ধোয়া নির্মল প্রত্যুষ প্রকৃতি,
আর দিগন্তবিস্তৃত নীলাকাশ…
দৃষ্টি প্রসারিত করে সম্মুখে তাকিয়ে,
খানিকটা চমকিতই হলাম!
নিঃসীম নিখিল মুখ ভার করে আছে
কুয়াশার চাদর গায়ে জড়িয়ে।
ভোরের হাওয়ার পরতে পরতে বইছে
হিম হিম উত্তরী ঝিরঝির,
বারান্দার রেলিংয়ে পেঁচানো
মানিপ্ল্যান্টের সবুজ লতায়,
ও রঙ্গনের কমলা রঙের কুঁড়িতে
আর বাহারি পাতার শরীরে জমেছে
বিন্দু বিন্দু হৈমন্তী শিশির।
শিশিরস্নাত প্রকৃতির স্নিগ্ধতার অবগুন্ঠনে
হালকা হিমেল পরশের ছোঁয়া দেহমনে,
হেমন্তের পালকিতে চড়ে
শীতের আগমনী বার্তা এলো বুঝি
গগনে…পবনে…ভুবনে!
২০-১০-২০১৭.
নিশীথের মায়া
আলেয়া আরমিন আলো
পূবের জানালায় উঁকি দেয় পূর্ণিমার চাঁদ
জ্যোৎস্নার রুপো ঝরা মায়াবী এই রাত।
রাতের শরীরে জড়ানো কৃষ্ণ শাড়ির আঁচল
জোনাকিরা আলো জ্বেলে ওড়ে জ্বলজ্বল।
ঝিরিঝিরি হাওয়া বহে বাজিয়ে পাতার বাঁশি
মৃদু সুঘ্রাণে বারান্দায় শিউলি ফোটে রাশিরাশি।
আজ নিশীথে কিছুতেই ঘরে থাকবে না মন
জনারণ্যে খুঁজে ফিরি আমি সাধের বৃন্দাবন।
৩০-১০-২০২০
প্রকৃতি প্রেম
আলয়া আরমিন আলো
সবুজ ভালোবাসি,ভালোবাসি দূর্বাঘাস
ভালোলাগে রঙবেরঙের বুনোফুল
আর মহুয়া মাতাল মধু নির্যাস,
ভালোবাসি উড়ন্ত ঘাসফড়িং
ভালোলাগে গুল্মলতার বুনোঘ্রাণ
ভালোবাসি ভেজা মাটির সোঁদা সুঘ্রাণ।
৩১-১০-২০২০
শ্বাপদের নিপীড়ন
আলেয়া আরমিন আলো
নারীগর্ভে জন্ম লয়ে,
নারীস্তন্য দুগ্ধ পিয়ে
অসভ্য শ্বাপদের দল
নারীকে করে অসম্মান,
এতো ধর্ষণ!
এতো নিপীড়ন!
এমন শ্লীলতাহানি
এমন লজ্জা!
এতো হাহাকার!
এতো অপমান
কি করে সইবে নারী!
কেমনে সইবে জগৎজননী!
১-৯-২০২০.