“কবি থেকে ঈশ্বর হও”- শীলা ঘটকের কবিতা

0
782
শিলা এনকে

কবি থেকে ঈশ্বর হও
শীলা ঘটক

আগুন লেগেছে
হাহাকার করছে অজস্র প্রাণ
শুনতে পাচ্ছো কবি!!
শুনতে পাচ্ছো!!
চোখ তুলে তাকাও —-
অশ্রুপ্লাবনে ভেসে যাচ্ছে
ধরিত্রীর মাটি!!
ডুবে থেকোনা নিজের একান্ত ভাবনায়,
চোখ তুলে তাকাও,
কলম শানিত কর
লেখো জীবনের কথা
লেখো বিভেদ ভুলে মৈত্রীর কথা,
শুধু একটিবার তুমি
বিধাতা হয়ে ওঠো —
জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে
শান্তির বারি ছড়িয়ে দাও,
ব্যথিত বসুন্ধরা শান্তি পাক।
শুধু একটিবার তুমি,
কবি থেকে ঈশ্বর হও।

কোচবিহার
২০শে জানুয়ারি ২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“পিতা”-তন্ময় ইমরানের ছোটগল্প
পরবর্তী নিবন্ধ“মোহের অপেরা”- সুবর্ণা গোস্বামী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে