কবি শাহিনা খাতুনের কবিতা “দেখতে এসো প্রিয় “

0
901
Shaheena-Khatun

দেখতে এসো প্রিয়

আমায় যদি মনে থাকে
অনেক দিন পরে হলেও
দেখতে এসো প্রিয়
হয়তো সেদিন এই আমি আর
সেই আমিতে ভিষণ ফারাক রবে
তবুও যদি আসো তুমি
দস্তরখান বিছিয়ে তোমায়
আদর করে বসতে দেবো দেখো।
অতীত নিয়ে কোন কথা কইবোনা
অনুযোগ আর অভিযোগের পায়রাগুলি
ঐ আকাশে উড়িয়ে আমি
দিয়েছিতো এইতো সেদিন
পুরোনো নামে তাইতো তোমায়
আর কখনো ডাকবোনা।
তোমার প্রিয়ার খবর নেবো
গ্রামগঞ্জ হাটবাজার
ভাইব্রাদার বন্ধু বান্ধব
গাছগাছালী পাখপাখালি
এসবেরই খবর নেবো শুধু
আমায় তারা ভুলেছে কিনা
জানতে চাইবো শুধু।
জানতে পেয়ে একটি কথাও বলবোনা
চূপ থাকবো জেনো।
কাকে তুমি ভালবাসো
কার জন্য প্রহর গোন
এসব জানতে কানতে কানতে
দামী সময় হারিয়ে ফেলেছি অনেক
তাই আর কখনো প্রেমের লাগি
অস্থিরতার তসবিদানায়
নতুন মালা গাঁথবোনা।
ভালবাসা অমূল্য ধন
যত্রতত্র সে ধন দিয়ে
চোখের জলে নদী করে
ভুল ভাবনা ভাববোনা।
কেমন আছো কোথায় আছো
এসব আর জানতে ইচ্ছে হয়না এখন
নিশ্চিত এসব খুশির খবর
তাই হাফ ছেড়ে তুমি বাঁচবে সেদিন দেখো।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনির্ঘুম রাত- সুমন দত্ত এর কবিতা
পরবর্তী নিবন্ধএকযোগে দেশ গঠনে কাজ করাই হোক ঈদের অঙ্গীকারঃ মির্জা ফখরুল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে