নাটোরকন্ঠ:
করোনার কারণে দেশব্যপী কারাগারে অল্প সাজাপ্রাপ্ত কয়েদীদের সাধারণ ক্ষমার অংশ হিসাবে নাটোরের ১১জন সাজাপ্রাপ্ত আসামী মুক্তি পাচ্ছে। এ সংক্রান্ত আদেশ নাটোর জেলা কারাগারে এসে পৌঁছেছে। এরই মধ্যে মুক্তি নিয়ে বাড়ি ফিরে গেছে ৪ জন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর কারা কতৃপক্ষ।
নাটোর জেলা কারাগারের সুপার আব্দুল বারেক মুঠোফোনে জানান, করোনার কারনে দেশের বর্তমান পরিস্থিতিতে প্রতিটি কারাগারে স্বল্প অপরাধে সাজাপ্রাপ্ত, অল্প মেয়াদের কয়েদীদের সাধারণ ক্ষমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। তারই আলোকে আমনরা নাটোর কারাগারের ১৮জন কয়েদীকে মুক্তির জন্য সুপারিশ করি। সরকার এদের মধ্যে ১১জনের মুক্তি দেওয়ার আদেশ জারি করে। এই আদেশে আজ রবিবার আমরা ৪জনকে মুক্তি দিয়েছে। অন্যদের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি । তিনি আরো জানান, বর্তমান মুক্তি প্রাপ্তরা বেশীরভাগই ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত।