ভাড়া মওকুফ করা হোক
❐
নাটোর জেলার সম্মানিত জেলা প্রসাশক, পুলিশ সুপার এবং সাংবাদিক মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি
বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেতী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন যে করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে! এমতাবস্থায় মেসে থাকা শিক্ষার্থীদের আরও পাঁচ মাস বাড়িতেই অবস্থান করতে হবে। কিন্তু মেস মালিকগন ভাড়া পরিশোধের জন্য চাপ সৃষ্টি করছে এবং আরও করবে…
দেখুন মাননীয় স্যার মেসে থাকা ৮০% শিক্ষার্থী গ্রামের দারিদ্র্য পরিবার থেকে উঠে আসে। শহরে এসে টিউশনি বা বিভিন্ন দোকানে সাময়িক কাজ করে নিজের যাপিত ব্যায় নির্বাহ করে এবং সম্ভব হলে পরিবারকেও সহায়তা করে থাকে। দেশের এই অচল অবস্থায় তাঁদের টিউশনি বন্ধ এবং পরিবারের আয়ের উৎসও বন্ধ হয়েছে। সুতরাং এই অহেতুক মেস ভাড়া মওকুফ করা জরুরি। মহোদয়ের নিকট বিনিত অনুরোধ করছি বিষয়টি বিবেচনায় নিবেন।
❐
নাটোর জেলার সকল মেসে থাকা শিক্ষার্থীদের পক্ষে থেকে,
মো. মনিরুল ইসলাম
হিসাব বিজ্ঞান বিভাগ,,,
নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ নাটোর ।