কাদিরাবাদ ক্যান্ট: পাবলিক স্কুল বাগাতিপাড়া উপজেলায় শীর্ষে দাখিলে নেই জিপিএ ৫

0
761

এসএসসি ফলাফলঃ
কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বাগাতিপাড়া উপজেলায় শীর্ষে
দাখিল পরীক্ষায় একজনও জিপিএ ৫ পায়নি

এফ,আর,বাগাতিপাড়া, নাটোরকন্ঠ:
চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফলে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় জিপিএ ৫ এর ভিত্তিতে শীর্ষে রয়েছে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। বিদ্যালয়টিতে মোট ১১৬ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে এবং জিপিএ ৫ পেয়েছে মোট ১০৮ জন। এছাড়া মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৩১ জন জিপিএ ৫ পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এদিকে উপজেলায় ৩৭ টি বিদ্যালয়ে এক হাজার ৯৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক হাজার ৮২৩ জন এবং মোট জিপিএ ৫ পেয়েছে ৩০৪ জন শিক্ষার্থী। পাসের হার ৯৪ দশমিক ৩। এছাড়াও মাদরাসা বোর্ডের অধীনে ৭টি মাদরাসা থেকে ১২০ জন দাখিল পরীক্ষার্থীর মধ্যে ৯৩ জন পাস করেছে। পাসের হার ৭৭ দশমিক ৫। তবে দাখিল পরীক্ষায় এ উপজেলা থেকে একজনও জিপিএ ৫ পায়নি বলে জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে বাগাতিপাড়া বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট থেকে সর্বোচ্চ ৭ জন জিপিএ ৫ পেয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে ভূমিহীনদের স্বপ্ন এখন কচুরিপানার নিচে, দেখার নেই কেউ
পরবর্তী নিবন্ধচলনবিলে আগাম বন্যায় ক্ষতি ভূট্টা চাষীদের, ডুবে গেছে ৫০ হেক্টর জমি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে