কা-পুরুষ -লেখক নাজনীন নাহার‘এর অনুকাব্য

0
732
Naznin Nahar

কা-পুরুষ

লেখক নাজনীন নাহার

যুদ্ধের মাঠে মুণ্ডু গুটিয়ে
যতই পালাবে তুমি,
কাপুরুষের তিলক তোমার
কপালে সহসা যাইবে চুমি।

ছোট বলিয়া নিজের গর্তে
নিজেরে যে লুকায়,
সে কী জানে?
কখনও কোথায় পড়বে সে ধোকায়!

আমি বলি কী?
এভাবে ডরায়ে বাঁচিবে বৎস কত।
মিথ্যের কাছে আর কভু কখনও
মাথা নাহি করি চলো নত।

Advertisement
উৎসNaznin Nahar
পূর্ববর্তী নিবন্ধঘোষণা -শাহিনা খাতুন
পরবর্তী নিবন্ধমেঘের কাছে লেখা, বনশ্রী বড়ুয়া’র চিঠি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে