“কুলদিপ নায়ারের চোখ” কবি রুমকি আনোয়ার‘এর কবিতা

0
761
সুলতানা নাজনিন

“কুলদিপ নায়ারের চোখ”

কবি রুমকি আনোয়ার

শিয়ালকোটে জন্ম তার , দুপুরের খাবার খেতে গিয়ে শুনলেন কিছু হট্টগোল
এক সন্ন্যাসীর পিছু ধাওয়া করেছে কিছু মুসলমান –
কেন ? দেশবিভক্ত হয়েছে এতে তিনি হয়ে গেছেন পরভূমে পরবাসী
তার স্মৃতির মালভূমি ছেড়ে চলে যেতে হবে আজ ।
এইখানে জন্মতার , এই খানে বাড়ী –
মানবাতার চোখ সেদিন জীবন বুঝে নি , বুঝে নি আত্নার বন্ধন ।
হরি যায় , রাম যায় অমৃতসরের দিকে
রহিম , বাদশা এমন অনেকে যায় বর্ডারে
প্রতিবেশী চোখ হতবিহ্বল , চেয়ে থাকে একে অপরের দিকে
হাঁটছে মহিলারা পিছে পিছে শিশুদের নিয়ে
পুরুষের মাথায় বোঝা ।
পাথর ভাঙ্গার শব্দ শুনেছো , শুনেছো কি পাঁজর ভাঙ্গার গান ?
বিয়োগান্তক এ ঘটনা যেন লেখা ছিল চেহারায়
দিল্লীতে আশ্রয় নিয়ে কুলদিপ নায়ার স্মৃতিতে খুঁজে ফিরে শিয়ালকোট
প্রতি বছর চৌদ্দ আর পনেরোই আগস্ট পাক – ভারত বর্ডারে এসে
জ্বালিয়ে যান মোমবাতি , ভাবেন ঈশ্বরের বৈরিতার ফসল বুঝি এ বিভক্ত ।।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“পুরস্কার ও লেখক”- সমরজিৎ সিংহ
পরবর্তী নিবন্ধ“অবুঝ গ্রাম” কবি শাহিনা খাতুন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে