কোথায় দাঁড়িয়ে আমি? -আসাদজামান‘এর ছড়া

0
591
Md-Asaduzzaman

কোথায় দাঁড়িয়ে আমি?

ছড়াকার আসাদজামান

মিথ্যা বলিনা কখনো আমি
মিথ্যা আমাকে বলে
মিথ্যা ছাড়া আমাদের বলো
একদিনও কি চলে?

মিথ্যায় বাঁচি মিথ্যায় থাকি
মিথ্যার সাথে বাস
মিথ্যাকে ছেড়ে সত্য খুঁজতে
কেটে যায় বারোমাস।

বলিনা সত্য বলিনা আমি
মিথ্যাকে ভালোবাসি
যেখানে হয় মিথ্যার চাষ
সেইখানে ছুটে আসি।

সেধোনা সত্য কেউ আমাকে
মিথ্যায় করি বাস,
বুকের জমিনে দিনে রাতে করি
আবারো মিথ্যা চাষ।

মিথ্যা বলতে মিথ্যাকে বুঝি
সত্যের বিপরীত,
সত্যকে খুঁজি উপরে উপরে
নীচে মিথ্যার ভীত।

মিথ্যা মিথ্যা, মিথ্যা মিথ্যা
তবু সত্যের দাস,
শুধরাতে না পেরে নিজেকে
মিথ্যায় বারোমাস।

২৪.০৪.২০২০

Advertisement
উৎসMd Asaduzzaman
পূর্ববর্তী নিবন্ধচলনবিলের প্রান্তিক কৃষক ফারুকের স্বেচ্ছায় ধান কেঁটে দিলেন সিংড়ার পৌর মেয়র
পরবর্তী নিবন্ধকরোনায় ঘরে বসেই ছাত্ররা স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে ক্লাশ করছে সিংড়ায়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে