ক্ষতিপূরণ
কবি বনশ্রী বড়ুয়া
সন্তর্পণে আড়ালে ছুঁয়েছো সুতল সুনীল নীলিমা,
গহীনে দেখো, কবিতার মৃত্যুতে
ঘুমিয়ে পড়া প্রেমিক ক্লান্ত-শ্রান্ত হয়ে
ভেসে যায় অলকানন্দার জলে।
ব্যথা বীণ বাজে কুয়াশার ভোরে,
গহীন আঁধারে ডুবে আছে পাহাড়ের সানুতল,
মাঝ গাঙে ডুবে মরা বিষাক্ত-
নিঃশ্বাসের সুগভীর কষ্ট…
ফিরে এসে ছুঁয়ে দাও তারে,
এন্টিসেপ্টিকে মিশিয়ে দাও মাদকতা,
পুরনো ক্ষতের মতো থরথর করে কেঁপে উঠুক
জীর্ণশীর্ণ ওষ্ঠযুগল….
কতটা মৃত্যুতে শেষ হবে জীবনের দায়!
শ্রী..
Advertisement