খেলা -কবি সুপ্তি জামান‘এর কবিতা

0
348
Shupti Jaman

খেলা

কবি সুপ্তি জামান

একলা থাকাও আরাধ্য হয়
যেমন আরাধ্য হয় বন্ধুর সঙ্গে থাকা।
সময় তুমি রঙিলা এক নাও
মাঝি ছাড়াই চলেছ তো বেশ
কত দূরে যাবে?
কোন সে দূরের গাও!
কতই লম্বা বল আর মানব জীবন
আশি কিংবা নব্বই এ তিয়াস মেটেনা।
এতই বেদনার ভার
এতই উথাল পাথাল ঢেউ
ভাঙে সদাই হৃদ যমুনার কূল।
দূর থেকে দূরে সরে সরে যায় কূলের সীমানা
নাও বেয়ে আমি কূলে ভিড়াতে পারি না।
কূলের কাছে ছোট ছোট শিশু বালি নিয়ে করে খেলা
আমার খেলা সাঙ হলো কোন সে সুদূরের টানে।

Advertisement
উৎসShupti Jaman
পূর্ববর্তী নিবন্ধভাঁটফুল -কবি দেবাশীষ সরকার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে শ্বাশুড়িকে হত্যাচেষ্টা, জামাই আটক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে