গানের রাগ
কবি নাসিমা হক মুক্তা
চোখ মুছতে মুছতে কখন যে আয়ত্ত হলো
গানের প্রতিটি রাগ
বাগানভর্তি গোলাপ তা জানে না
ছেঁড়া-ঠ্যারা পদ্মের পতনগুলো মঞ্চের জলে
শ্রোতা হিসেবে স্খলিত কত কাঙালকে
হাসায়-ভাসায়
কন্ঠের যে জোর প্রশমিত গঙ্গাজলে ভেতরটা
কি পরিমাণ দুঃখে ভাসে
তা কেউ দেখে না, দেখার বিষয় নয়
কিছু মানুষ চিরকাল ফুল ঝরার মত
ঝরে ঝরে মানুষ বাজারে নিজের রূপ লুকিয়ে
স্বজন- সম্ভ্রমে ছন্দ ফোঁটায়
অাপামর নক্ষত্রের ছায়ে স্বপ্ন পাড়ে
নিস্কলুষ উনুনের গায়ে চড়ানো হাঁড়ির বুদবুদ
ছড়িয়ে পড়ে বেলার চরম তাঁতে
যেখানে চোখ যায়, সেখানে জলধারা
যা বৃষ্টির মত আসে আর যায়
বেলা চলে যায়, বেলা- অবেলা হয়
তবুও গেরস্তের উপস্থাপনা ঠিক চলে
গান! আরও গভীর যায়,
ছিন্ন হয় জীবনের সমস্ত তাঁর
শুধু হাস্যময় হয়ে ওঠে ঐ দিন, ঐ ক্ষণ
যা ধুয়ে- মুছে গানের গলা হাওয়ায় ছেড়ে
যাযাবর বেশে মন্দ কপালে পাঁচআঙুল গুনে…
Advertisement