গীতি – লিপি চৌধুরী’র কবিতা

0
379
Lipi

গীতি
লিপি চৌধুরী

রাত্রি নিভে গেলে পৃথিবীর বয়েস বাড়ে
প্রকৃতি ছুটি চায় মানুষের কাছে
মানুষ খেয়েছে কলিজা শকুনের বেশে
আগুনে পুড়েছে দীন দিনের সর্বনাশে।
পুড়েছে যত মন জীবন গেয়েছে—-
“ও জীবন ছাড়িয়া যাসনে মোরে”
ভাইরাস আছড়ায় তৃতীয় বিশ্বে
মিছিলে হাঁটে লাশ সীমানা ছাড়িয়ে
বিধির বিভেদ নেই বুদ্ধে বা খ্রীষ্টে
আশা শুধু বেঁচে থাকে প্যান্ডরা বাক্সে।
সভ্যতা ফিরেছে তবু জীবন গেয়েছে
“ও জীবন ছাড়িয়া যাস নে মোরে”
জীবন রে—-
এত ক্ষোভ দাবানল পরিযায়ী মরছে
শেষের দিন গোনা শুরু স্বপ্নরা ডুবছে
জীবন তবু প্রেমময় ফুলের শয্যা
জেগে থাকে দীপ জ্বেলে বাসরলতা
সলতে পুড়ছে তবু জীবন তো গাইছে
“ও জীবন ছাড়িয়া যাসনে মোরে—“

Advertisement
পূর্ববর্তী নিবন্ধএকবার মানুষ হই – শেখ রিপন এর কবিতা
পরবর্তী নিবন্ধরিয়্যালিটি – অনিন্দিতা সেনের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে