গুরুদাসপুরের ধারাবারিষায় জোড়া খাসি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

0
602

” আজ ধারাবারিষা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো জোড়া খাসি প্রীতি ফুটবল ম্যাচ”

“ফুটবল ফুটবল আজকের খেলা
মনে আছে এলাকার অবিবাহিত পোলা।
হৈ হৈ রৈ রৈ পুরো মাঠ জুড়ে, বিবাহিত একাদশ প্লেনে এলো উড়ে। এলাকার ক্রীড়ামোদী জনতা যে কথা হয়নি বলা আজ হয়ে গেল জোড়া খাসি দিয়ে তুমুল ফুটবল খেলা।”-এমনই স্লোগানে আর আনন্দ হুল্লোড়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জোড়া খাশি ফুটবল ম্যাচ।

নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা উচ্চ বিদয়ালয় মাঠে আজ বিকেল ৪.০০ ঘটিকায় ধারাবারিষা ফুটবল একাডেমির উদ্যোগে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জনাব মোঃ মুনছুর হায়দারের সভাপতিত্বে জোড়া খাসি দিয়ে হয়ে গেল তুমুল ফুটবল খেলা।
উক্ত খেলায় আটঘাট বেধে মাঠে নামে অস্ত্র দিয়েছে জমা কিন্তু ট্রেনিং আছে জানা, ফুটবলের জীবন্ত কিংবদন্তি “ধারাবারিষা মধ্য পাড়া বিবাহিত একাদশ” বনাম ম্যানলি হিরো, মেগা স্টার, আনমেরিড “ধারাবারিষা মধ্য পাড়া অবিবাহিত একাদশ”। খেলায় ধারাবারিষা মধ্য পাড়া অবিবাহিত একাদশ কে -০২- ০১ গোলে পরাজিত করে ধারাবারিষা মধ্য পাড়া বিবাহিত একাদশ বিজয় লাভ করে এবং অসাধারণ ক্রীড়া নৈপূণ্য দেখিয়ে ০১ গোল করায় বিজ্ঞ বিচারক মন্ডলীর সিদ্ধান্ত মোতাবেক ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচীত হয় ” মাসুদুর রহমান “।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়
ছাত্রলীগের সাবেক সফল সভাপতি এবং ধারাবারিষা ফুটবল একাডেমির সম্মানিত সভাপতি
জনাব আহম্মদ আলী মোল্লা খেলার চ্যাম্পিয়ন দল ধারাবারিষা মধ্য পাড়া বিবাহিত একাদশের হাতে এক জোড়া খাসি তুলে দেন দল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইফুল ইসলাম,,
৫নং ধারাবারিষা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য জনাব মোঃ শফিকুল ইসলাম বকুল,,
ধারাবারিষা খাঁকড়াদহ দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট জনাব মোঃ ওসমান গনী,,
চাঁচকৈর নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক আলহাজ্জ্ব জনাব
মোঃ আজহারুল ইসলাম সরকার,,
ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব
মোঃ হাফিজুর রহমান বিএসসি,,
আজিম নগর কম্পিউটার কারিগরি স্কুল ও বাণিজ্যিক কলেজের সহকারী শিক্ষক (গণিত)জনাব
মোঃ মনিরুজ্জামান বাবু,,
ধারাবারিষা ৫নং ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ডাঃ মোঃ আক্তারুজ্জামান লিটন,,
নাটোর জেলা শাখার বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মানিত সদস্য
মোঃ মানিক মোল্লা এবং বিশিষ্ট সমাজ সেবক আওয়ামীলীগ নেতা বাহাদুর মোল্লা সহ প্রমুখ নেতৃবৃন্দ।

খেলাটির সার্বিক দায়িত্বে ছিলেন দড়িকাছিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বিশিষ্ট ক্রীড়াবীদ সরকার মোঃ মাসুদুর রহমান মাসুদ, জাকির হোসেন, ও আশিক বিল্লাহ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামে ৩২ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, আটক দুই
পরবর্তী নিবন্ধনাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে হাইওয়ে পুলিশের লিফলেট বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে