গুরুদাসপুরে আমেরিকা প্রবাসী নাটোরবাসীর উদ্যোগে ত্রাণ বিতরণ

0
296

গুরুদাসপুরে আমেরিকা প্রবাসী
নাটোরবাসীর উদ্যোগে ত্রাণ বিতরণ
নাটোর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আমেরিকা প্রবাসী নাটোর জেলাবাসীর সংগঠন নাটোর জেলা এ্যাসোসিয়েশন ইউ.এস.এ,ইনক্ । শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ ১২০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণ ও তেলের একটি করে প্যাকেট বিতরণ করা হয়।
বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই খাবার সামগ্রী অসহায় পরিবারের হাতে তুলে দেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও পল্লী চিকিৎসক মোঃ আকরাম হোসেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংগঠনটির নাটোর জেলা সমন্বয়কারী মিনহাজুর রহমান মনির।
আমেরিকা প্রবাসী নাটোর জেলাবাসীর সংগঠন নাটোর জেলা এ্যাসোসিয়েশন ইউ.এস.এ,ইনক এর
আর্থিক সহায়তায় সংগঠনের সভাপতি এ্যাডভোকেট কামরুজ্জামান বাবু আমেরিকা প্রবাসী, সাধারণ সম্পাদক মোস্তাক হামিদ হিরো ও যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন সহ সংগঠনের সদস্যদেও পক্ষ নাটোর জেলার বন্যাদূর্গত চলনবিলের সিংড়া , গুরুদাসপুর এবং হালতিবিল অধ্যুুষিত নলডাঙ্গা উপজেলার ৬০০ বানভাসি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন । নাটোরের আমেরিকা প্রবাসী সন্তানদের সংগঠন নাটোর জেলা এসোসিয়েশন র্দীঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজসেবামূলক কাজ করে প্রশংসিত হয়ে আসছে । আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক ,নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং নাটোর জেলা সাধারণ সম্পাদক ও নাটোর সদও আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি আমেরিকা প্রবাসী নাটোর জেলার সন্তানদের ধন্যবাদ এবং কৃতঞ্জতা প্রকাশ করেছেন । নাটোর জেলাবাসীর পাশে করোনা এবং বন্যায় তারা যে ভূমিকা রেখেছে তা প্রশাংসার দাবী রাখে ।।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকেমন আছো তুমি ?-দেবাশীষ সরকার এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে