সন্দীপ কুমার, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর উপজেলার দুই পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত। তারা দুজনই উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা । একই দিনে জেলায় ৮ জনের ফলাফল পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মিজানুর রহমান।
স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, আক্রান্তের একজন নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর জোলা পাড়ার বাসিন্দা মাজেদুল (৩৮)। তিনি গাজিপুরের কড্ডার এপিএস হোল্ডিং লি নামের পোশাক কারখানার শ্রমিক। তিনি শারিরিক অসুস্থতা নিয়ে গত ৯ এপ্রিল বাসায় আসেন। পরদিন খবর পেয়ে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। অপরজন একই ইউনিয়নের শ্যামপুর কুটিপাড়া গ্রামের শাহিন আলম(২৩)। তিনিও ওরিয়েন্ট এলিউর রেন্জার নামের গার্মেন্সের শ্রমিক। তিনি ঢাকা থেকে অসুস্থ হয়ে ১৮ তারিখ বাসায় আসেন। ২০ এপ্রিল তারও নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়। নাটোর থেকে রাজশাহী পাঠানো অনেক রেজাল্ট স্থগিত ছিলো। তার মধ্যে গুরুদাসপুরের দুজনও ছিলো। ঢাকার পিসিআর ল্যাবে অধিকতর পরিক্ষায় তাদের ফলাফল পজেটিভ আসে। জেলা সিভিল সার্জন মিজানুর রহমান জানান,গোটা জেলা বা আক্রান্ত এলাকা লকডাউন করা হবে কি না তা নিয়ে উর্ধ্বতন কর্তপক্ষের সাথে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানানো হবে।