গুরুদাসপুরে চুরি হওয়া শিশু ৮ দিন পর উদ্ধার, আটক ১

0
214

গুরুদাসপুর হাসপাতাল থেকে চুরি হওয়া ২ মাসের শিশু তাইবা ৮দিন পর
বড়াইগ্রাম থেকে উদ্ধার। চোর আটক

নাটোর
নাটোরের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া ২ মাসের তাইবাকে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে চুরির সাথে জড়িত নারী শাকিলাকে। দুপুরে গুরুদাসপুর থানায় এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান,সংসারে অশান্তির কারনে নিজের সন্তানকে দত্তক দিয়েছিলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের শাকিলা বেগম। পরে ট্রাক ড্রাইভার স্বামী সাইদুলের চাপে নিরুপায় হয়ে গত ২৩ ডিসেম্বর পার্শবর্তী গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কৌশলে সীমা বেগমের কাছ থেকে তার শিশু সন্তানটি নিয়ে পালিয়ে যায় শাকিলা। এ ঘটনায় সীমার স্বামী তোফিজ মোল্লা মামলা দায়ের করলে পুলিশের একাধিক টিম মাঠে নামে। সিসি ক্যামেরার ফুটেজ সহ প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে বুধবার রাতে কালিকাপুরের নিজ বাড়ি থেকে শাকিলাকে আটক করে।উদ্ধার করে চুরি করে নেয়া ২ মাসের তাইবাকে। পরে তাইবাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকবি শাহিনা খাতুন‘এর একগুচছ কবিতা
পরবর্তী নিবন্ধদেশে কোন পরিবার আর  গৃহহীন থাকবেনা, প্রতিমন্ত্রী পলক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে