সন্দীপ কুমার, গুরুদাসপুর, নাটোর কণ্ঠ:করোনা ভাইরাস (কভিট-১৯) সংক্রমণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকডাউন ঘোষণায় নাটোরের গুরুদাসপুর উপজেলায় কর্মহীন ও দরিদ্র মানুষেরা অসহায় হয়ে জীবিকা নির্বাহ করছে । আর ঠিক এই সময় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বুধবার সকাল ৯টায় নাটোরের গুরুদাসপুর শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে জমি বিক্রির আড়াইলক্ষ টাকা দিয়ে এলাকার এক হাজার দুস্থ মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব। পৌরসভার হতদরিদ্রদের এ সামগ্রী বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী মো. আব্দুল কুদ্দুস এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, এমপিপুত্র আসিফ আব্দুল্লাহ শোভন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, আব্দুল মান্নান খলিফা, মাসুদ সরকার, ডা. মোহাম্মাদ আলী, শিল্পপতি শেখ আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। হতদরিদ্রদের মাথাপিছু আধাকেজি গুড়োদুধ, দুই কেজি আটা, এক কেজি চিনি ও এক কেজি করে লাচ্ছা বিতরণ করা হয়।
গুরুদাসপুরে জমি বিক্রির টাকায় ঈদসামগ্রী বিতরন
Advertisement