সন্দীপ কুমার, গুরুদাসপুর: নাটোর গুরুদাসপুর উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গুরুদাসপুরের পৌরসভার ৯নং ওয়ার্ড আনন্দনগর গ্রামে চলছে ফসলি জমিতে পুকুর খনন। বিগত কয়েকদিন যাবৎ নিরবিচ্ছিন্ন ভাবে চলছে এই জাতীয় কাজ।প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যাবসায়ীরা এ কাজ চালিয়ে যাচ্ছে।ফলে এলাকাই দেখা দিয়েছে নানা ধরনের সমস্যা। এতে এলাকাবাসীর কাছে গেলে নানা অভিযোগে,মাটি বহনকারী ট্রাক গুলো রাস্তা নষ্ট করার পাশাপাশি উচ্চ শব্দে চলাচল করার কারনে শব্দদূষণ সহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।এতে ওই এলাকার মেহেদী হাসান (রাব্বি),মোঃ সবুজ আলি আরও বলেন এলাকাবাসীকে বোকা বানানোর জন্যে সেইসব ট্রাকের সামনে “জরুরি রাস্তার কাজে নিয়জিত” লেখা ব্যানার টানিয়ে রেখেছে।। এই বিষয়ে সরোজমিনে গিয়ে পুকুর মালিক এবং মাটি ক্রেতাদের সাথে কথা বলতে চাইলে কোন পক্ষই মুখ খুলতে রাজি হয়নি। তাই অধিকাংশই এলাকাবাসী মনেকরেন প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে এই পুকুর খনন বন্ধ করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব।
গুরুদাসপুরে নিষেধাজ্ঞা সত্বেও চলছে পুকুর খনন
Advertisement