গুরুদাশপুর, নাটোর: নাটোরের গুরুদাসপুরের আত্রাই নদীর পানি দিনদিন বৃদ্ধিতে অনেকাংশে নদীর পাড় উপচে পানি এলাকায় প্রবেশ করে অনেক ঘরবাড়ি ও ফসলাদি জমি প্লাবিত হওয়ায় বন্যা আশংকায় নদীর পাড় উপচে পানি আসা স্থানগুলো দ্রুত চিহ্নিতকরণে ও দ্রুত সংস্কারের নিমিত্তে পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন।
আজ দুপুরে গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর ও হরদমা এলাকায় অনেকাংশে আত্রাই নদীর পানি পাড় উপচে এলাকায় পানি প্রবেশ করায় প্লাবিত এলাকা পরিদর্শনে যান উপজেলা প্রশাসন।
নদীর পাড় উপচে আসা স্থান পরিদর্শনের পাশাপাশি ও দ্রুত নদীর পাড় উপচে পানি আসা স্থানগুলো সংস্কারের মাধ্যেমে পানি আসা বন্ধকরনের উদ্যোগ করেন উপজেলা প্রশাসন। এসময় উপজেলা চেয়ারম্যান আনোয়ার জানান, যেভাবে দিন দিন আত্রাই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, এভাবে বাড়তে থাকলে যোগেন্দ্রনগর ও হরদমা এলাকা বন্যা পানি দ্বারা প্লাবিত হওয়ার পাশাপাশি জমিতে আমন ধান তলিয়ে যাওয়ার আশংকা বিরাজ করছে।
তাই দ্রুত নদীর পাড় উপচে পানি আসা স্থানগুলোতে বালি ভরাট বস্তা ফেলে পানি আসা সামায়িকভাবে বন্ধ করতে হবে। তাই অবিলম্বে উপজেলা প্রশাসন উদ্যোগে চিহ্নিত স্থানগুলোতে বালি ভরাট বস্তা ফেলে পানি আসা বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষিবিভাগের কর্মকর্তা আব্দুল করিমসহ অন্যান্য কর্মকর্তাগণ।