গুরুদাসপুর ও বড়াইগ্রামে উপজেলা নির্বাহী অফিসারের কাছে দুস্থদের জন্য সামগ্রী হস্তান্তর আশার

0
617
Asha

নাটোরকন্ঠ: নাটোরের গুরুদাসপুরে করোনা মহামারী মোকাবেলায়  গরিব ও দুস্থদের জন্য দুই’শ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে আশা। সকালে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেনের কাছে দুই’শ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করেন আশার জেলা কর্মকর্তা এটিএম আব্দুল হালিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরএম আব্দুল হালিমসহ অনান্যরা। এছাড়া একই সময়ে আরো দুই’শ প্যাকেট খাদ্য বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয় পারভেজের নিকট হস্তান্তর করে আশা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আশা-রাজশাহী বিভাগের এডডিভএম জনাব মোঃ শফিকুল ইসলাম, আরএম মোঃ আবুল হাশেম (বনপাড়া অঞ্চল),আরএম মোঃ মোস্তাফিজুর রহমান (বড়াইগ্রাম অঞ্চল), বিএম মোঃ মনিরুজ্জামান, বিএম মোঃ কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্রাঞ্চের কর্মীবৃন্দ । প্রতি প্যাকেটি ছিলো ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, এক কেজি লবন ও ১ লিটার তেল।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধটাউট কাকে বলে?- রেজাউল করিম খান
পরবর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড়ের কারখানায় র‌্যাবের অভিয়ান, ১ লাখ টাকা জরিমানা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে