গৌরবোজ্জ্বল ভাষা
মাহফুজা আরা পলক
ভাষাটাযে আমাদেরই ছিল।
ছিলতো হাজার বছর ধরে,
তবুও কেন এই ভাষা কিনতে হলো
আমাদের- রক্তের বিনিময়ে?
সুদূর অতীত থেকে বাঙালি জাতি
ছিল একে অপরের তরে,
কাঁধে কাঁধ রেখে চলত তারা
সুখ ছিল ঘরে ঘরে।
একই ভূখণ্ডে বাংলা ভাষাভাষীর
ছিলনা কোন ব্যবধান,
ভাষার অছিলায় ওরা কেড়ে নিয়ে ছিল
বাঙালি জাতির আত্মসম্মান।
মায়ের মুখের এ ভাষাতেই খোকা
শিখেছিল নানান বুলি,
ভাষা রক্ষায়, রফিক, শফিউর, সালাম, বরকত, জব্বারের
বুকের রক্তে এসেছে ২১’ ফেব্রুয়ারি।
ধীরে ধীরে শোকাহত হৃদে পুষ্পমাল্য হাতে
শ্রদ্ধার্ঘ্য জানাতে শহীদমিনারের বেদিতলে,
আঁধার রাতে চলছে সকলে দলে দলে
শিশির সিক্ত ঘাস মাড়িয়ে নগ্ন পায়ে হেঁটে।
ভাই হারানোর শোকে সন্তাপে
আজো নোনাজল ঝরে বোনের কপোলে,
খোকা এলি বলে- অপেক্ষমাণ মা
অভিমানে গেছেন চলে।
বর্ণমালা গুলো আমাদের
আমাদেরইতো ছিল,
বাঙালির ভাষাকে দোসরা বায়ান্নতে
বাজেয়াপ্ত করে নিয়েছিল।
দেশযে আমাদের মায়েরই মতো
প্রকৃতি মায়ের স্নেহের আঁচল,
ভাষার দাবীতে আপামর বাঙালি
তাই সেদিন ছিল ভীষণ অবিচল।
বর্ণমালায় কত কথা সাজে
এতো বাঙালির ঐতিহ্যের ধারক,
২১’ ফেব্রুয়ারিতে আজ সারা বিশ্ব জাগে-
বাঙালি জাতিই এর স্মারক।
২১/০২/২০২১