ঘর নেই বৃক্ষ নেই -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
550
Shaheena Ronju

ঘর নেই বৃক্ষ নেই

কবি শাহিনা খাতুন

অবশেষে একদিন
বহুদিন পর
যদি জেনে যাও
মৃত্যু হলো শান্তির দেশ।
খাঁচা ছেড়ে প্রাণপাখি
একদিন চলে যাবে
পরমের দেশে
প্রিয়তমের দেশে।
হে পরম প্রিয়
প্রেমের পরখ করতে
কারাদণ্ডাদেশ দিয়ে
পাঠিয়েছিলে তুমি শেষমেশ
এই ধরাধামে।
এই ধরাধাম কামিনী কাঞ্চন
ভরা নরকের নগর আর গ্রাম
এ গ্রামে আমার কোনো
ঠিকানা নেই।
এখানের শহরে আমার কোন
ঘর নেই বৃক্ষ নেই।

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধনাটোরে পৌরসভার ২নং ওয়ার্ডে শিশু খাদ্য বিতরণ করলেন মেয়র
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ার সেই মুরগির খামার প্রশাসনের সাত দিনের মধ্যে স্থানান্তরের নির্দেশ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে