ঘুম অথবা মৃত্যু
কবি আজাদুর রহমান
আপনার ভিতরে এক ঘোরতর শত্রু বসে আছে, আপনি জানেন, সময় সুযোগ মত সে আপনাকে ঠিক ঠিক রশিতে ঝুলিয়ে দেবে, আপনি তাই সিলিং ফ্যানের দিকে চেয়ে আছেন! মৃত্যু ভয়ে আপনি ঘুমুতে পারছেন না। তাছাড়া ঘুম নিজেও এক মৃত্যুর মহড়া, রাত যত গভীর হয়, তত সে মৃত্যুর অতি কাছ দিয়ে একাকী হেঁটে যায়। ঘুম যদি কোন ভাবে মৃত্যুকে একবার ছুঁয়ে ফেলে, তাহলে ঘুমের মধ্যেই মৃত্যু হবে আপনার।
ভয়ে আপনি সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছেন, আপনার ভিতরে বসে থাকা ঘোরতর শত্রুটিও আপনার ঘুমের অপেক্ষায় জেগে আছে।
Advertisement