ঘুম
কবি আজাদুর রহমান
পৃথিবী এক দারুন ঘুমের বিছানা হতে পারত,
অথচ
আমরা ঘুম খুঁজে পেলাম না,
ঘুমের বদলে আমরা অস্থির হয়ে গেলাম,
কিসের জন্য এই অস্থিরতা,
আমরা জানি না।
আমরা শুধু অস্থির থেকে অস্থির হতে পারি
অস্থির হতে হতে আমরা একদিন
ঘুম ভুলে গেলাম।
পৃথিবী ঘুমিয়ে পড়ল।
Advertisement