ঘুড়ি – কবি আগমণী ধর এর কবিতা

0
615
Agomony

ঘুড়ি
“””””/আগমণী ধর

লাটাই হাতে ভাবনা কি আর
যাকনা ঘুড়ি উড়ে
আসতে হবে ফিরে ঘুড়ি
আসতে হবে ফিরে।

একটু ঢিলে দিলে
কাঁপে খুকির পিলে
এই বুঝি তার সাধের ঘুড়ির
কান টা নিল চিলে।

এই বুঝি তার পতন হলো
ভুগবে তিলেতিলে।

ঘুড়ির গায়ে হাত বুলিয়ে
ডুকরে উঠে কেঁদে
যাসনে ঘুড়ি রং আকাশে
আমায় একা ফেলে।

লাল টুকটুক মিষ্টি খুকির
আশাবাদী আশা।
ঘুড়ি যে তার খুবই প্রিয়
সুক্ষ্ম ভালবাসা।
অবুঝ খুকি বুদ্ধিমতী
আলা ভোলা কুঁড়ি
শক্ত হাতে লাটাই ছাড়ে
আকাশ ছোঁয়া ঘুড়ি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকবি জাফর ওবায়েদের কবিতা গুচ্ছ
পরবর্তী নিবন্ধআই লাভ নিউইয়র্ক !- পলি শাহিনা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে