চাকরি পাওয়া সহজ -জাকির হোসেন‘এর কবিতা

0
403
Jakir Hossain

চাকরি পাওয়া সহজ

জাকির হোসেন

লেখা পড়া শিখে
লাভ হলো না
টাকা ছাড়া চাকরি
পাওয়া গেলো না,
বেকার আছি, পকেটে
নাই কোনো টাকা,
হেঁটে হেঁটে পা শেষ
কর্ম নাই ফাঁকা,

পকেট ভর্তি টাকা চায়
থাকতে হবে মামা
তেলবাজি করতে হবে
ঘুষ নিবেন জমা,
তবেই আমার চাকরি হবে
চামচামিটা করে
মামা-খালু নাইতো আমার
অর্থ নাই ঘরে,

হুমকি-ধামকি দিয়ে দিলো
এখন আছি ডরে,
যোগ্য বিহীন লোকটার
চাকরি হয়ে গেলো,
উত্তর গুলো না বলিয়া
বান্ডিল দিয়ে দিলো,

বে-সরকারি চাকরি
কাজের- অভিজ্ঞতা লাগে!
অভিজ্ঞতা কোথায় পাবো
কাজ না দিলে আগে?
মেয়ে যখন বিয়ে দিবেন
অভিজ্ঞতা খুঁইজেন
এর আগে বিয়ে করছে
তাকেই মেয়ে দিয়েন?।

Advertisement
উৎসJakir Hossain
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ৭ নম্বর ওয়ার্ডে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ পৌর মেয়রের
পরবর্তী নিবন্ধগরু ও গোরু বানান বিভ্রান্তির নিরসন প্রয়োজন- স্বকৃত নোমান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে