চিরধন্ধ
আতোয়ার হোসেন
উদয়াস্ত ন্যস্ত কোলাহল
নদীর মাথায় সিঁথ কাটা এক গ্রাম,
স্বর্গ থেকে সন্ন্যাস সাধনার
পাঠালেন এক সবুজ মতো খাম।
আমার কী রে ক্ষ্যামতা মহাজন,
সারাদিনের স্রোতের ভেতরে
চর জাগানো রিপু আটকায় বল?
কী খাবো আর কী হাগবো সারে!
ঘাড়ে আমার পাপের কাছারি,
হাতে আছে কাঁচা মাংশ তেজ–
দাঁত বসালে নদীর তরঙ্গে
জীবন এবং সন্ন্যাসও নিস্তেজ।
যোনি দিচ্ছে, শিশ্ন দিচ্ছে জোড়
বিছনা দিচ্ছে, দিচ্ছে শুতে ঘর,
আবার কেন বাতাসি আহ্বান
আবার কেন সন্ন্যাসঅলা গান?
যা খুশি কর তুই মহাশয়, যা,
ইন্দ্রীয়টা সবার আগে ধর।
Advertisement