ছায়াকাব্য -কবি চন্দনা রায় চক্রবর্তী‘এর কবিতা

0
336
Chandana Roy Chakraborty

ছায়াকাব্য

কবি চন্দনা রায় চক্রবর্তী

কোন এক বনবাসী বিকেলে
হিজল গাছের ছায়াকাব্যে
তোমার নাম করে
মনের জানালা এঁকেছিলাম।
দর্পণের নিরালা প্রতিবিম্বে
তখনও অাবছা রোদ্দুর।
তবু অবুঝ মনের বাতিঘরে
কারা যেন ছায়াকুয়াশা মাখা
নিরালম্ব মেঘ, পুঁতে রেখে যায়।
ঘনীভূত বাষ্প, ঝাপসা করে চেতনা।
ফ্যাকাসে হয় বাহ্যিক আড়ম্বর।
পাতা ঝরার মরশুমেও, আয়োজনহীন মন
কুঁড়ি ফোটার সুবাস চায়।
বিকেলের পালকে এখনও
ঘুমন্ত পরলোক নীলাভ।
তবু অস্পষ্ট ইচ্ছেরা আয়ুরেখা বরাবর
তোমার হাতের দিকে হাত বাড়ায়।
আমন্ত্রণের সন্ধিপূজোয়
আকাঙ্ক্ষার কাছাকাছি নিশ্বাস
হৃদয়ের অনুকাব্যে এমনই অনিবার্য।।

Advertisement
উৎসChandana Roy Chakraborty
পূর্ববর্তী নিবন্ধপাখসাটে… -কলকাতার কবি সোমা ঘোষ‘এর কবিতা
পরবর্তী নিবন্ধঠিকানা আমার ধানমন্ডি ৩২ নম্বর -কবি নাসিমা হক মুক্তা‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে