ছুটন্ত ঘোড়া – এম আসলাম লিটনের কবিতা

0
622
লিটন-এনকে

ছুটন্ত ঘোড়া
এম আসলাম লিটন
.
ছুটিয়ে দিলাম পাগলা ঘোড়া জীবন মাঠে
লাগাম ছুঁড়ে ফেলে দিলাম আস্তাকুঁড়ে
কুড়িয়ে পাওয়া সুধার জোরে ছুটতে থাকি
পথ সরিয়ে বিপথে পথ আঁকতে থাকি।

চলছে ঘোড়া দিগ্বিদিগে টগবগিয়ে
যাক না ছুটে, এ হিংশুটে কাল মাড়িয়ে
পাগলাগতি সামাল সামাল বস্ত্রহরণ
দাঁড়িয়ে পড়ার মানেই হলো মৃত্যুবরণ!

এই ঘোড়া আর নেই তো রে হায় আমার বশে
মহাকালের চক্রে বাঁধা জিয়নকাঠি
ভেলকিবাজির চালে চালে খেলছি কড়ি
ইস্পিরিঙের চাবি আঁটা বুকের ঘড়ি।

ছুটতে থাকুক পাগলাঘোড়া উর্দ্ধশ্বাসে
জীবন ছুঁড়ে দিলাম আজ এ সর্বনাশে!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত
পরবর্তী নিবন্ধব্লেন্ডারে রচিত – কবি কামাল খাঁ এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে