ছোট ছোট দুঃখ -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
305
Shaheena Ronju

ছোট ছোট দুঃখ

কবি শাহিনা খাতুন

ছোট ছোট দুঃখ তোমায়
আরও অন্তর্মুখী করে রাখে
তাই দুঃখগুলোকে গালি দিওনা
দুঃখগুলোকে বাতাসে উড়িয়ে দাও
সহযাত্রী অফিসের ফাইল কলম টেবিল
তোমায় নিরন্তর ব্যস্ত রাখে
তোমার তোমাকে দেখা বাকী রয়ে যায়।
প্রতিদিন বকুলের গাছের তলায় আবছা আলোয়
যে ফুল খুঁজি তোমায় দেবো বলে
সে শুধু ফুল নয় প্রিয়
সে আমার ভালবাসা।
যে গভীর আনন্দ নিয়ে তুমি আছ শ্যাম
আমি তা ছুঁতে পারিনা
তাই রাধা হতে পারিনি প্রিয়।
প্রতিদিন কিছু বেচাকেনা করি
লাউ মাছ ধনেপাতা আরও কতকিছু
এসব প্রাত্যহিক তুচ্ছ কথা কাল কেড়ে নেয়।
আবারও স্বপ্ন বুনি মনে মনে
একদিন দেখে নিয়ো
একদিন ঠিক দেখা হবে
প্রেমাঞ্জলীর সবটুকু নিয়ে
সম্মুখে দাড়াবো তোমার
সেদিন তোমার বাহুদুটি বাড়িয়ে দিও প্রিয়
আমি সেই অবোধ প্রেমিক
যে আবছা আলোয় শুধু ফুল খুঁজে যায়।

০১/১০/২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে বেসরকারী গণগ্রন্থাগার সমিতির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধপ্রেমের ফাঁদে ফেলে একাধিক ছেলের সাথে প্রতারনা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে