জমিদার তোমু ফকির’এর উপলব্ধি -০২

0
606
জমিদার তোমু ফকির

একজন কাল্পনিক ইন্টেলিজেন্ট ডিজাইন তাত্ত্বিক এর বিজ্ঞানীদের উদ্দেশ্য প্রেরিত বার্তা এমন হতে পারে, ” আপনি(বিজ্ঞানী) যদি বুঝতে না পারেন কোনো কিছু কিভাবে কাজ করছে বা ঘটছে? কোনো অসুবিধা নেই, সাথে সাথে সব চেষ্টা ছেড়ে দিয়ে বলুন, এটা ঈশ্বরের কাজ।

আপনি জানেন না স্নায়ু সংকেত কিভাবে কাজ করে? ভালো! আপনি জানেন না আমাদের মস্তিষ্কে স্মৃতি কিভাবে সংরক্ষিত হয়? চমৎকার! সালোকসংশ্লেষ প্রক্রিয়া খুবই জটিল? দারুন! প্রিয় বিজ্ঞানীগন, দয়া করে সমস্যা সমাধান করার প্রয়োজন নেই, হাল ছেড়ে দিন আর ঈশ্বরের কৃপা ভিক্ষা করুন।

দয়া করে আপনাদের অজানা রহস্য নিয়ে কাজ করার কোন প্রয়োজন নেই, বরং আমাদের কাছে আপনার রহস্যগুলো নিয়ে আসুন, কারণ আমরা তা ব্যবহার করতে পারবো। খামোখা গবেষণা করে মূল্যবান অজ্ঞতার অপচয় করা থেকে নিজেদের বিরত রাখুন। ঈশ্বরের শেষ ভরসা হিসেবে এই সব মহান শূন্যস্হান(God in the gaps) গুলো আমাদের খুউব প্রয়োজন।”

©® জমিদার তোমু ফকির

Advertisement
উৎসজমিদার তোমু ফকির
পূর্ববর্তী নিবন্ধনাটোরের ঝাওতলা থেকে দুই কিশোরী হারিয়ে গেছে
পরবর্তী নিবন্ধযত প্রেম তত ইবাদত -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে