জেনে নিন নাটোরে আজ কে কোথায় আক্রান্ত হল
নাটোর কণ্ঠ
নাটোরে আজ পুরো জেলায় ৩৬ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে নাটোর সদর এই রয়েছে ১৯ জন। এছাড়া গুরুদাসপুরের রয়েছে বড়াইগ্রামের ও বাগাতিপাড়ায়।
আসুন দেখা যাক যারা আক্রান্ত হলেন তাদের বাড়ি কোথায় পরিচয় কি।
আজকে আক্রান্তদের মধ্যে অন্যতম ব্যক্তি নাটোরের সাংবাদিক দৈনিক সমকাল ও একুশে টেলিভিশনের এবং নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, তিনি নমুনা প্রদান করার পর থেকে তার নিজ বাড়িতে হোম আইসোলেশন ছিলেন। বর্তমানে তিনি জ্বর ও কাশিতে আক্রান্ত রয়েছেন তবে শারীরিক অবস্থা অনেকটাই ভালো। নাটোরের চিকিৎসক ইসরাত জাহান ও তার বাড়ির দুই সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। কাপুরিয়াপট্টি এলাকার সমর কুমার নামে একজন করনা আক্রান্ত হয়েছেন তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করেন। এছাড়া কাপুড়িয়া পট্টি এলাকার তন্ময় কুমার যিনি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র এবং পার্টটাইম স্বর্ণকারের কাজ করেন তিনিও আজ করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে নাটোর পুলিশ লাইনের হাসানুর রহমান ও হায়দার নামে দুইজনসহ তিন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।
করোনা এবার হানা দিল যমুনা ব্যাংকে নাটোর যমুনা ব্যাংকের রবিউল ইসলাম নামে এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। তিনি থাকেন আলাইপুরে। নাটোরের কাঁঠালবাড়িয়া এলাকার জাকির হোসেন যিনি আগে বিশ্বাস কোল্ডস্টোরেজে চাকরি করতেন তিনিও করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে বুড়ারদরগা এলাকার সিমেন্ট কোম্পানিতে চাকরি করেন নুরুজ্জামান নামে এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। নাটোর সুগার মিলে চাকরি করেন নলডাঙ্গার মিজানুর রহমান তিনি ও করোনা আক্রান্ত হয়েছেন এছাড়া বড়গাছা এলাকার শাহজাহান, হালসা ফুলশর এলাকার মতিউর রহমান আজ করোন আক্রান্ত হয়েছেন।
বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী তারেক এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন, তার তিন বছরের শিশু সন্তান অহিদ এবার করোন আক্রান্ত হলেন। বাটিকামারী বাগাতিপাড়ার আশিকুজ্জামান যিনি ছাত্র তিনি আজ করোন আক্রান্ত হয়েছেন।
এদিকে শাকিব নামে গুরুদাসপুর কাচারীপাড়া এলাকার একজন আক্রান্ত হয়েছেন, এছাড়া ওই একই গ্রাম কাচারীপাড়া এলাকার ব্যবসায়ী অহিদুল ও কৃষক আনারুল করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে গুরুদাসপুরের বিলশা গ্রামের মঈনুল নামে এক কৃষক করোনা আক্রান্ত হয়েছেন, খামার চাঁচকৈড় এলাকার ছাত্রী নুসাইরা, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের কর্মচারী মানিকও খলিফা পাড়া এলাকার মঈনুল, গুরুদাসপুর বামনবাড়ি এলাকার ব্যবসায়ী হারুন করোনা আক্রান্ত হয়েছেন।
বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর এলাকার বাসিন্দা মাহবুব রশিদ, বড়াইগ্রামের চান্দাইহাট এলাকার সাব্বির মোল্লা, বনপাড়া বাজারের নাজনীন নাহার, পারকোল এলাকার ইসরাফিল,
ও বনপাড়া হাড়োয়া সোইলিন গোমেজ করোনা শনাক্ত হয়েছেন।
বিশেষ দ্রষ্টব্য: নাটোর সদরের বেশ কয়েকজনের এখনো তথ্য পাওয়া যায়নি তাদের সম্পর্কে তথ্য উদঘাটনের চেষ্টা চলছে তাদের সম্পর্কে তথ্য পাওয়া গেলে নিউজ আপডেট করা হবে….. করোনা আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে তাতে আমরা কেউই নিরাপদ নই, তাই সকলে সুস্থ থাকুন সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন নিরাপদে থাকুন সবাইকে শুভেচ্ছা।