বাগাতিপাড়ার ট্রাক চালক পুঠিয়ায় গণপিটুনিতে নিহত
আল-আফতাব খান সুইট বাগাতিপাড়া, নাটোর কন্ঠ: রাজশাহীর বাগমারায় ট্রাক চাপায় দুটো ছাগল মারার ঘটনায় পুঠিয়ায় ধাওয়া দিয়ে এসে নাটোরের ট্রাক চালক মোতালেবকে পিটিয়ে হত্যা করেছেন ছাগল মালিক ও তার লোকেরা।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর রাত ৮টার পরে তাকে মারপিটের পর শনিবার ভোর সাড়ে ৩টার দিকে তিনি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত মোতালেব নাটোরের বাগাতিপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় পুঠিয়া থানা পুলিশ ৫জনকে আটক করেছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ শিবজাইট এলাকার গোলাম মোস্তফার দুটি ছাগল মেরে ফেলেন ট্রাক চালক মোতালেব। পরে ছাগলের মালিক গোলাম মোস্তফা লোকজন ঢেকে নিয়ে ১০ থেকে ১৫ টি মোটরসাইকেলে ট্রাকের পিছু ধাওয়া করে। তারা রাত সোয়া আটটার দিকে পুঠিয়া উপজেলার বাসুপাড়ায় এসে ট্রাক চালক মোতালেবকে আটক করে। এসময় তাকে পিটিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে চলে যায় তারা। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে তিনটার দিকে ট্রাক চালক মারা যান। ঘটনার পর পুলিশ ৫জনকে আটক করেছে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে বলে জানিয়েছেন ওসি রেজাউল।