ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর সুমাইয়ার ফরেনসিক রিপোর্ট নাটোরে, হাতে পায়নি পুলিশ

0
207
Student

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর সুমাইয়ার ফরেনসিক রিপোর্ট নাটোরে, হাতে পায়নি পুলিশ

নাটোর কণ্ঠ:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া হত্যাকাণ্ডের পর তার ময়না তদন্তের ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয় ঢাকায়। সেই রিপোর্ট ঢাকা থেকে নাটোর স্বাস্থ্য বিভাগের কাছে এসে পৌঁছেছে। তবে তা এখনো পুলিশের হাতে পৌঁছায়নি বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী সুমাইয়া হত্যাকাণ্ডের মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর সদর থানার এসআই আব্দুল মতিন জানান, ফরেনসিক রিপোর্ট স্বাস্থ্য বিভাগের কাছে আসলে ও আমাদেরকে বিষয়টি জানানো হয়নি বা আমাদের কাছে এখনো পৌঁছানো হয়নি।
তবে নাটোর সিভিল সার্জন অফিসের একটি সূত্র নিশ্চিত করেছে এরই মধ্যে ঢাকা থেকে নাটোর সিভিল সার্জন অফিসে এসে পৌঁছেছে এবং এ বিষয়টি নিয়ে বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এ বিষয়ে নাটোর সদর হাসপাতালের আরএমওআমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান আমরা রিপোর্ট হাতে পেয়েছি তবে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তিনি বলতে রাজি হননি।
উল্লেখ্য গত ২২ জুন, নাটোর সদর হাসপাতালে সুমাইয়ার মরদেহ ফেলে যায় শ্বশুর বাড়ির লোকজন। এ বিষয়ে সুমাইয়ার মা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে সকল আসামী গ্রেফতার হয়। গ্রেপ্তারকৃতরা বর্তমানে জেলহাজতে রয়েছেন। পরে পুলিশ উচ্চতর তদন্তের জন্য ভিসেরা ফরেনসিক রিপোর্টের জন্য ঢাকা সিআইডিতে প্রেরণ করে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে এডভোকেট জালাল সরকার করোনায় আক্রান্ত, ৫ নমুনা পরীক্ষায় ১ পজেটিভ !!
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুরে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে